পাইকারি বাজারে আলুর দামে ধস : বিপাকে চাষীরা

- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পাইকারি বাজারে আলুর দামে ধস নেমেছে। খরচের চেয়ে বস্তা প্রতি তিন’শ থেকে সাড়ে তিন’শ টাকা কমে বিক্রি করতে হচ্ছে চাষিদের। মজুদ করে লোকসানের কবলে পড়েছে মুন্সীগঞ্জের অসংখ্য আলু চাষি। লোকসান এড়াতে সরকারিভাবে পাইকারী পর্যায়ে দাম নির্ধারণ ও রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তারা।
মুন্সীগঞ্জে এবার ৩৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১৩লাখ মেট্রিক টন। এরমধ্যে কৃষক হিমাগারে সংরক্ষণ করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। তবে, পাইকারি বাজারে আলুর দাম কমে যাওয়ায় চাষিদের এখন মাথায় হাত। উৎপাদন ও মজুদ খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে। বিক্রি না করলে হিমাগারের খরচ বৃদ্ধি ও পঁচে যাওয়ার আশংকা রয়েছে।
পাইকারি বাজারে বর্তমানে আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১৩টাকা কেজি দরে। অথচ, চাষিদের উৎপাদন ও হিমাগার খরচ পরে কেজি প্রতি ১৮ থেকে ২০টাকা। বস্তা প্রতি লোকসান হচ্ছে তিন’শ থেকে সাড়ে তিন’শ টাকা। লোকসানের মুখে কৃষক এখন দিশেহারা। জরুরিভাবে পাইকারি পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় দাম নির্ধারণ ও রপ্তানির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তারা।
বাজার মনিটরিং করলে কৃষকের লোকসান এড়ানো যাবে বলে মনে করে, কৃষি বিভাগ।
জেলার ৭৪টি হিমাগারে আলু সংরক্ষণ করেছে চাষিরা।