পাঁচ সিটি কর্পোরেশনে ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইলেকশন কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
পাঁচ সিটি কর্পোরেশনে ভোটের তারিখ ঠিক করতে বৈঠক চলছে নির্বাচন কমিশন ভবনে।
নির্বাচন কমিশনের এই সভায় আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া মেয়াদ শেষ হওয়ার কারণে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্তও জানা যাবে। সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।