পাঁচ বছরে শেষ হয়নি গাইবান্ধা সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০০৩ বার পড়া হয়েছে
দেড় বছরে শেষ হওয়ার কথা থাকলেও- পাঁচ বছরে শেষ হয়নি গাইবান্ধা সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। এতে ১শ’ শয্যার পুরনো ভবনে নিয়মিত তিন শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। অন্যদিকে, নোংরা পরিবেশ আর খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। তবে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
খাতা-কলমে ২৫০ শয্যার কথা থাকলেও, ১০০ শয্যা নিয়ে খুঁড়িয়ে চলছে গাইবান্ধা জেনারেল হাসপাতালের কার্যক্রম। রোগী থাকেন তিন শতাধিক। গাদাগাদি করে চলে চিকিৎসা। নাকাল অবস্থা বহিঃ বিভাগেও। এদিকে হাসপাতালের নোংড়া পরিবেশ আর খাবারের মান নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কথা জানালেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। দ্রুত সময়ের মধ্যে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সংসদ সদস্য।