পাঁচ দফা দাবিতে আন্দোলনে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
সকালে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে প্রায় শতাধিক এ্যাম্বুলেন্স নিয়ে যান্ত্রিক রেলীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পাঁচ দফা দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। বক্তারা বলেন, এ্যাম্বুলেন্স চলাচলের জাতীয় নীতিমালা প্রণয়ন, এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত-বানিজ্যিক রেজিষ্টেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রী বাস্তবায়ন করা।
অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালাসহ পাঁচদফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অ্যাম্বুলেন্স আয়করমুক্ত ও বাণিজ্যিক রেজিষ্ট্রেশন, দেশের সকল রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধার বাস্তবায়ন চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।