পল্টনে গাড়ী পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরো তিন জনকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পল্টনে গাড়ী পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরো তিন জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আখতার । এসময় তিনি জানান, ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির লক্ষে একই দিনে রাজধানীর পল্টন মতিঝিল সহ বিভিন্ন স্থানে ১১টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয় । তিনি জানান, ঘটনার দিন দুপুরে মিছিল শেষ করে বিএনপির কতিপয় কর্মী বাসে আগুন দেয়। সিসিটিভি ফুটেজ এবং ছবি পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয়। তিনজনই যুবদল এবং ছাত্রদলের কর্মী বলেও জানান তিনি।