পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর

- আপডেট সময় : ১২:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। এই বিয়ের কথা সামনে আসে গত ১০ জানুয়ারি। মা হচ্ছেন এ খবর দেয়ার মাধ্যমে নতুন বিয়ের কথা প্রকাশ করেন নানা কারণে আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
তবে আজ নতুন স্বামী রাজের পরিবাররের সদস্য এবং পরীর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পরীমণি ও রাজ আবার বিয়ে করবেন বলে জানিয়েছেন পরী। গতকাল রাতে হলুদ হয় তাদের। হলুদ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরী নিজেই। পরীমণি বলেন, গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ হচ্ছে বিয়ে। পরিচয়ের মাত্র সাত দিনের মধ্যে প্রেম ও বিয়ে হয় তাদের। গিয়াস উদ্দিন সেলিমের গুণিন চলচ্চিত্রে কাজ করতে গিয়ে নবাগত অভিনেতা রাজের সংগে পরিচয় হয় পরীমণির। গতকাল হলুদের অনুষ্ঠানটি বেশ গোপনেই সারেন পরী এবং রাজ। এসময় চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও নাটকার রেদওয়ান রণি উপস্থিত ছিলেন।