পরিবেশ-প্রতিবেশ রক্ষার পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষে পরিবেশ-প্রতিবেশ রক্ষার পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তায় কাজ করছে সরকার। সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবারের বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
সিলেট, সুনামগঞ্জে স্মরণকালের বন্যায় পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। সরেজমিন বানভাসী মানুষদের দেখতে ছুটে যান সরকার প্রধানও। এ সময় বণ্যাকবলিত মানুষের পাশে দাড়াতে নেতা- কর্মীসহ সকলকেআহবাও জানান।
তার ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকার অনুদান দেয় ব্যাংক বীমাসহ ৪৫ টি আর্থিক প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।এ সময় বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান তিনি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দেশের উন্নয়নের পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু ওয়ায় ২১ টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ও জীবনমান উন্নতি হবে বলেও জানান সরকার প্রধান।
করোনার আঘাত, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বন্যা পরিস্থিতি এসব মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।