পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
 - / ১৭৭৬ বার পড়া হয়েছে
 
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৮ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক করিডর বাস্তবায়নের পাশাপাশি আমাদের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করাও অত্যন্ত জরুরি। নদী দেশের প্রাণ, এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব পড়তে পারে।”
বৈঠকে পরিকল্পনা কমিশন, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত একটি সমন্বিত ও কার্যকর যোগাযোগ ও বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা টেকসই উন্নয়নের স্বার্থে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে পরিবেশগত ভারসাম্য রক্ষার ওপর জোর দেন।
																			
																		














