পরিবহণ শ্রমিকদের প্রতিবাদের মুখে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
পরিবহণ শ্রমিকদের প্রতিবাদের মুখে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস বন্ধ রাখা হয়েছে। এসময় শ্রমিকদের হামলার শিকার হন বিআরটিসির ম্যানেজার।
সকালে রোববার বিআরটিসির একটি বাস সিলেটে থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। শেরপুর এলাকায় বাসটি পৌঁছালে বাধা দেয় পরিবহণ শ্রমিকরা। পুলিশী নিরাপত্তায় বাসটি মৌলভীবাজারের রওনা দেয়। পরে, সকাল সাড়ে নয়টার দিকে হূমায়ূন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে গিয়ে বাস চলাচলে বাধা দেয় স্থানীয় পরিবহণ শ্রমিকরা। এসময় সিলেটের ডিপো ম্যানেজার জুলফিকার আলীকে লাঞ্ছিত করে ও তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সেখানে গিয়েও পরিস্থিতি নিয়ে আনে পুলিশ ও রেব সদস্যরা। ঘটনার পর থেকে সিলেটে-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বিআরটিসি। এরপর থেকে আর কোনো বাস কাউন্টার ছেড়ে যায়নি।
















