পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। এসময় সগির আরিফ ও সুমনসহ চক্রের ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান জানান, ধানমন্ডির সাত মসজিদ এলাকার জীবন নামের একজনের কাছ থেকে উদ্ধার করা হয় মন্ত্রীর ফোনটি। চক্রের কয়েক হাত ঘুরে ফোন আনলক করে বিক্রি হয় জীবনের কাছে। তবে মন্ত্রীর ফোন জানতে পারে সেটি বন্ধ করে রেখে দেয় জীবন। এসময় অর্ধশতাধিক চুরি করা ফোন ও ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মোবাইল ছিনতাই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ।