পরশু থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পরশু থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দল।
ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশে এলেও কোয়ারিন্টিন বাড়ছে না উইন্ডিজদের। সূচি মেলাতে অনুশীলন একদিন পিছিয়ে দিয়েছে তারা। যা অব্যাহত থাকবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় এসেছে রবিবার সকালে। কথা ছিল তিনদিন হোটেলে কড়া বায়ো বাবলে থাকবেন তারা। এরপর দ্বিতীয় কোভিড টেস্টে নেগেটিভ এলে মিরপুরে নিজেদের স্কোয়াডের ভেতরে অনুশীলন শুরু করতে পারবে ওরা। সাত দিন পর বাংলাদেশের নেট খেলোয়াড়দের নিয়ে সেশন করতে পারবে উইন্ডিজরা। আর টাইগার তখন প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত থাকবে বিকেএসপিতে। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের লড়াই।






















