পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ

- আপডেট সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে দরবার হলে ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন তিনি।
পরে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এবার এমন একটা সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, যখন সারাবিশ্ব কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলছে।তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব ও স্বাস্থ্যবিধি পালন খুবই গুরুত্বপূর্ণ। তাই ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানান রাষ্ট্রপতি। দুর্যোগের এ সময়ে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের সামর্থ অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ আব্দুল হামিদ।