পদ্মা সেতু উদ্বোধন হতে আর মাত্র তিনদিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
আর মাত্র তিনদিন। আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। তৈরি হচ্ছে মঞ্চ, জনসমাবেশ স্থল। আলোক সজ্জায় সজ্জিত হচ্ছে চারপাশ। এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভাকে ঘিরে শিবচরের আবাসিক হোটেলগুলোতে কোনো কক্ষ খালি নেই।
জানা গেছে, ২০ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোর সিট বুক করে রাখা হয়েছে। হোটেলে পুলিশ প্রশাসনের লোকজন অবস্থান করছে বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর জনসভার সংবাদ কাভার করতে ঢাকা থেকে যে সাংবাদিকরা শিবচর আসবেন, তাদের থাকার জায়গা নিয়ে সংকট দেখা দিয়েছে। স্থানীয় একাধিক সাংবাদিক বলেন, কোনো হোটেলেই রুম খালি নাই। রুম নেই উপজেলার অন্যান্য আবাসিক হোটেলেও।















