পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় বিএনপি নেতারা খুশি হননি : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় বিএনপি নেতারা খুশি হননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অভিনন্দন না জানিয়ে বিএনপি প্রমাণ করেছে পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে কখনো পদ্মা সেতু হতো না। সব রক্তচক্ষু, ষড়যন্ত্র, প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সৎ সাহস শেখ হাসিনারই আছে। তথ্যমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব নয় বলে সমালোচনাকারীরাও আজকে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। জাতির এই সক্ষমতায় তারাও আনন্দিত। হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান অভিনন্দন জানিয়েছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।