পদ্মা সেতুর উদ্বোধনীতে খালেদা জিয়া, ড. ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমন্ত্রণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বিদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সম্প্রতি সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও সিলেটে ট্রেনে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠান নিয়ে প্রশাসনকে আরো বেশি সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পরদিন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে গাড়ি চলবে বলে জানান ওবায়দুল কাদের।