পদ্মা সেতুতে টোলের দোহাই দিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
স্বপ্নের পদ্মা সেতুতে টোলের দোহাই দিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা। এর ফলে সেতুর আশপাশের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিষয়টিতে পদ্মা সেতু সংলগ্ন উত্তর থানার পুলিশ বলছে, এ বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই।
মর্জিনা বেগম মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর কাছাকাছিই তার বাবার বাড়ী। খুব আনন্দিত ও খুশি হয়েছিলেন পদ্মা সেতু হওয়ায়। সেতু উদ্বোধনের পর প্রথমবার বাবার বাড়ী ৮ কিলোমিটার দূরে যেতে গুনতে হয়েছে ১৫০ টাকা। এতে মনক্ষুন্ন তিনি। এমন হাজারো উদাহরণ এখন পদ্মা সেতু পাড়ি দেয়া যাত্রীদের। যার ফলে লোকাল যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
অতিরিক্ত ভাড়ার অভিযোগ যাত্রীরা জানালেও সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যের কাছে নেই সেই তথ্য।
ডিএম, ইলিশ, আপন, প্রচেষ্টাসহ এ রুটে চলাচলকারী সব বাসেই নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ সব ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা।