পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের
- আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাজশাহীর কৃষি বিপ্লবকে টেকসই করতে ১০০০ কোটি টাকার থমকে যাওয়া পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, ধানের শীষ জয়যুক্ত হলে এই প্রকল্পের সুফল রাজশাহী থেকে শুরু করে সুদূর পঞ্চগড় পর্যন্ত প্রতিটি কৃষকের ঘরে পৌঁছে দেয়া হবে।
দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উত্তরবঙ্গের কৃষি ও অর্থনীতি নিয়ে এই মেগা পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে, বারো ফেব্রুয়ারীর নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণকে সিন্ধান্ত নিতে হবে দেশ কোন দিকে যাবে, জনগনের প্রজেক্টকে বাস্তবায়ন করতে হলে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে হবে বলেও জানান তারেক রহমান। দেশের মানুষ আর অতিতে ফিরে যেতে চায় না জানিয়ে তারেক রহমান বলেন,জুলাইয়ে আহত ও নিহত পরিবারের ত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারেক রহমান।



















