পদ্মা নদীতে নৌকা ডুবে ৫ দিনমজুর নিখোঁজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালী এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে ৫ দিনমজুর নিখোঁজ হয়েছে।
সকালে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার জানান, সদরপুরের কৃষক লালন ফকির উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের দিয়ারার চরে জমির বাদাম তোলার জন্য ২৬ জন দিনমজুরকে নৌকায় করে নিয়ে যাচ্ছিল। কিন্তু পদ্মার প্রবল স্রোতে বেশী লোক হওয়ায় ছোট নৌকাটি ডুবে যায়। এসময় সাঁতরে ২১ জন পাড়ে উঠে আসতে পারলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ২ জনের বাড়ি সদরপুরে এবং অপর ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।