পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২০ জেলেকে আটক করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২০ জেলেকে আটক করা হয়েছে।
এ সময় জব্দ করা হয়েছে ৩ লাখ মিটার জাল ও ৬০ কেজি ইলিশ। মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিনগত রাত ১২টার দিকে জেলা-উপজেলা মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট এম রকিবুল হাসান এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এম রকিবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা এটিএম শামসুজ্জামানসহ শিবচর থানা ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।