পথশিশু জিনিয়া অবশেষে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া ফুল বিক্রেতা পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এ নিয়ে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, গত পহেলা সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয় ফুল বিক্রেতা পথশিশু জিনিয়া আক্তার। এ ব্যাপারে জিনিয়ার মা সেনুয়া বেগম শাহবাগ থানায় একটি জিডি করেন। এরপর ডিবি রমনা জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকার একটি বাসা থেকে জিনিয়াকে উদ্ধার করে। এসময় অপহরণে জড়িত নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেফতার করে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোপা তালুকদার অসৎ উদ্দেশ্যে জিনিয়াকে অপহরণ করে বলে জানিয়েছে।