পথশিশু ও অসহায় পরিবারের মাঝে ইফতার দিচ্ছে ‘প্রাণ আপ’

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
রমজান উপলক্ষে দশ হাজার পথশিশু ও অসহায় পরিবারের মাঝে ইফতার পৌছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। এজন্য ‘প্রাণ খোলা হাসি’ নামে একটি কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই কমর্সূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। তিনি বলেন, করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে ছিল প্রাণ গ্রুপ। ব্যবসা পরিচালনার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে সবসময় থাকবেন তারা। এরই ধারাবাহিকতায় রমজানে বেভারেজ পণ্য প্রাণ আপের পক্ষ থেকে পথশিশুদের মাঝে হাসি ফুটানোর কর্মসূচির উদ্যোগ নিয়েছে তারা।