পটুয়াখালীর কলাপাড়ায় নিজ পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া নিজ পুকুর থেকে আবু জাফর প্রদীপ নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রদীপ দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিকতায় জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রদীপ গতকাল সন্ধ্যায় সাতটার দিকে বাসা থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর নিজ বাড়ির পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্বজনরা। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।