পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মনির শিকদার। গেল রাত ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, মনির মুদি মনোহারি দোকানী। রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয় তার।রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনার তদন্তের কাজ করছে পুলিশ। ইতোমধ্যেই ওই ব্যবসায়ী হত্যায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।























