পটুয়াখালীতে প্রথম বিজয়ের পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে প্রথম বিজয়ের পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই। মঙ্গলবার রাত পোনে ৯টায় মির্জাগঞ্জের নিজ বাড়িতে তিনি মারা যান।
জেলা শহরের আলাউদ্দিন শিশুপার্কে ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর প্রথম বিজয়ের পতাকা ওড়ান তিনি। মুক্তিযোদ্ধা আলতাফ হায়দারের জানাজা দুপুরে উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের অনুষ্ঠিত হবে। ১৯৩৭ সালের ১৫ জুন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে জন্ম নেন আলতাফ হায়দার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও প্রতিবাদী। নিজ গ্রাম দেউলিতে স্থাপন করেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। এখানেই মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতেন। মুক্তিযুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বাউফল অঞ্চলের অধিনায়কের দায়িত্ব পালন করে।























