পঞ্চম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডেকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান

- আপডেট সময় : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পঞ্চম টি-টুয়েন্টিতে ইংল্যান্ডেকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে সাত ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল। লাহোরে পাকিস্তানের দেয়া ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৩৯ রানে তোলে ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে ম্যাচের হাল ধরেন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এক প্রান্ত আগলে রেখে ৬৩ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।পরে আর ইনিংস বড় করতে পারেনি কেউই। শেষ পর্যন্ত ১৪৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তবে, লড়াই চালিয়ে ইংলিশদের জয়ের আশা বাচিয়ে রাখেন মঈন আলী। যদিও শেষ তিন বলে ৮ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। মঈন আলির অরপাজিত ছিলেন ৩৭ বলে ৫১ রান করে। শুক্রবার সিরিজের ৬ষ্ট টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।