পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ
- আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৭২৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। জেলা শহর থেকে পর্বতশৃঙ্গ হিমালয় কাছে হওয়ায় শীত এখানে বেশি।
গেল কয়েকদিনের তীব্র ঠান্ডা ও মৃদু শৈতপ্রবাহে বিপর্যস্ত স্থানীয় লোকজন। দুর্ভোগে পড়েছেন ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রামের জনপদও। রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। উত্তরীয় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডার মাত্রা বেড়েছে। আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশায় মেঘাছন্ন চুয়াডাঙ্গার আকাশও। সেই সাথে বইছে ঠান্ডা বাতাস। মাঘের শুরুতেই জেলায় জেঁকে বসেছে শীত। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন কম্বল বিতরণ করছে। হাসপাতালগুলোতে বেড়ছে ঠান্ডাজনিত রোগী। সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

























