পঞ্চগড়ে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাসে শীত বাড়িয়ে দেয়। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় পুরো জেলা।
সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। দিনভর রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনূভূতি।















