নড়াইলে নদীর চর দখলকে কেন্দ্র করে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে আঠারোবেকি নদীর চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আলী খান নামে একজন নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আটারোবেকি নদীর চর দখল নিয়ে ওই গ্রামের মৃত মোসলেম ঠাকুরের ছেলে আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলে আলী খার সঙ্গে বিরোধ বাধে। বুধবার বিকেলে আজিজুল খা ও তার সমর্থকরা বিরোধপূর্ণ চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আলী খাসহ অন্তত ৬জন আহত হন। গুরুতর আহত আলী খাসহ কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আলী খা মারা যায়। ঘটনার পরএলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।