নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে এক যুবকের কবজি উড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্লা নামে এক যুবকের কবজি উড়ে গেছে। রবিবার রাত পৌনে আটটার দিকে লোহাগড়ার কুন্দসী মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্লার ছেলে শাহাজাদা সিএন্ডবি চৌরাস্তা সংলগ্ন মসজিদ থেকে নামাজ পড়ে বের হন। এসময় বোমার বিস্ফোরণে তার ডান হাতের কবজিসহ অর্ধাংশ উড়ে যায়। বোমার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাজাদাকে উদ্ধার করে লোহাগড়া হাসাপতালে নিয়ে আসে। লোহাগড়া থানার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, শাহাজাদার হাতের কবজিসহ উড়ে গেছে। এটি বোমা নাকি ককটেলের বিস্ফোরণ তা নিশ্চিত বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বোমা বা ককটেল বহন করবার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষটির তদন্ত চলছে।
























