নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্র তানিম সিদ্দিকীর মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
 - / ১৬৪২ বার পড়া হয়েছে
 
মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্র তানিম সিদ্দিকীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় ভাটেরা ইউনিয়নের শাহমির এলাকায় নৌকাডুবি ঘটে। নিহত তানিম সিদ্দিকীসহ ১০/১২ জন নৌকাযোগে হরিপুর এলাকা থেকে শাহমির এলাকার একটি বাড়িতে শিরনী খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১০টায় লাশ উদ্ধার করে। বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের বাসিন্দা তানিম সিদ্দিকী ভাটেরা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
																			
																		
















