নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন গণমাধ্যমকে জানান, বাকিদের খোঁজ পেতে তল্লাশি অব্যাহত রয়েছে। নেপালের মুস্তাং জেলায় সানোস্বরে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট ওপরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বিমানটি ধ্বংসাবশেষ খুঁজে পায় নেপালের সেনাবাহিনী। গতকাল সকালে চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় উড়োজাহাজটি। পরে জানা যায়, সেটি নেপালের কোয়াং গ্রামের একটি নদীতে বিধ্বস্ত হয়। চার ভারতীয় ছাড়াও নেপালী উড়োজাহাজে ৩ জাপানি নাগরিক ছিলেন।




















