নেত্রকোনা, ঝিনাইদহ, নড়াইল ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

- আপডেট সময় : ০৮:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা, ঝিনাইদহ, নড়াইল ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
নেত্রকোনার পূর্বধলায় সকালে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।
ঝিনাইদহে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, সাইকেল আরোহী হরিণাকুন্ডের শাখারীদহ গ্রামের মাছ ব্যবসায়ী জহির বিশ্বাসকে ধাক্কা দেয় বাসটি। রাস্তায় ছিটকে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মিলন বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে টার্মিনাল এলাকায় শ্রমিক ইউনিয়নের কাজ করছিল সে। এ সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিনাজপুর-বগুড়া মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছে। সকাল দশটার দিকে একটি বাসকে সাইড দিতে গিয়ে ভ্যান গাড়িকে ধাক্কা দেয় আরেকটি বাস। গুরুতর আহত ভ্যান চালককে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।