নেত্রকোনায় বউ-শাশুড়ির দ্বন্দ্বে প্রাণ হারালেন প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে বউ-শাশুড়ির দ্বন্দ্বে শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক প্রাণ হারিয়েছেন।তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,পারিবারিক কলহের কারণে মুন্নি তার বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শাশুরীর কথা বাবার কাছে নালিশ জানায়। এতে মুন্নির বাবা ক্ষিপ্ত হয়ে লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে মেয়ের জামাইকে মারতে যায়। এ ঘটনা ফিরাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম ছুরির আঘাতে যখম হন। পরে মদন হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে স্বামীর বটির কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘাতক স্বামীর নাম মনিরুল ইসলাম। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।