নেত্রকোনায় আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশ কনস্টেবল ক্লোজড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে আদালতে নেয়ার পথে হাতকড়াসহ আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও ফয়জুর রহমান সোমবার দুপুরে আসামী নিয়ে আদালতে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে একপর্যায়ে সিএনজি অটোরিক্সা থেকে নেমে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায় আসামী। পরে ওইদিন রাত ১১টার দিকে কেন্দুয়া উপজেলা থেকে আসামীকে আবার আটক করে পুলিশ। দায়িত্বে পালনে ব্যর্থতায় দুই কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।