নেত্রকোনার পুর্বধলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্টসহ এক ব্যক্তির মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
নেত্রকোনার পুর্বধলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ছিদ্দিক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গেলরাতে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া পুর্বপাড়া নিজ বাড়িতে মারা যান তিনি। ছিদ্দিক মিয়া উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আটদিন ধরে ছিদ্দিক মিয়া সর্দি-জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে অবস্থার অবনতি হলে বাড়িতেই মারা যান তিনি। এদিকে, নিহতের ছেলে সাইফুল ইসলাম ও তার ভাই চাঁন মিয়া গত ১৫ দিন আগে চট্রগ্রাম থেকে শ্রমিকের কাজ করে বাড়ি আসেন। এ অবস্থায় নিহতের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ বিভাগ।