নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল।
প্রার্থীদের তোরণে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক। উপজেলা পরিষদের সামনে তৈরী হচ্ছে বিশাল মঞ্চ। এদিকে, প্রার্থীরা দিনরাত ছুটে বেড়াচ্ছেন দলীয় কাউন্সিলরদের কাছে। ভোটের মাধ্যমে শতভাগ পাশের আশা করছেন প্রার্থীরা। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দিপুমনি। এদিকে, একটি মহল সম্মেলন বাঞ্চালের চেষ্টা করলেও কঠোর অবস্থানে রয়েছে জেলা আওয়ামী লীগ। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ।