নেত্রকোনায় ‘জুলাই বিপ্লব’-এর এক বছর: এখনও থামেনি শহীদ পরিবারের কান্না

- আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
এক বছর হয়ে গেলেও এখনো কান্না থামেনি ‘জুলাই বিপ্লবে শহীদ ও ভুক্তভোগী পরিবারগুলোর। এ আন্দোলনে শহীদ হয়েছিলেন নেত্রকোনার ১৭ জন। আহত হন দুইশো জন। তারা চায় সন্তানের রক্ত যেন বৃথা না যায়। চায় দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি।
দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা মনে করে অপলক চোখে এভাবেই কাঁদছেন নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজানের মা (ফুটেজ-১)। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ৫ বছর আগে ঢাকায় পাড়ি দেয় সে।
২০২৪ সালের ১৯ জুলাই—ঢাকার রামপুরায় ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে অগ্রণী ভূমিকা নেন তিনি। হঠাৎ পুলিশের গুলিতে গলায় ও বুকে আঘাত লাগে। সহযোদ্ধারা তাঁকে হাসপাতালে নিতে দৌঁড়ায় একের পর এক, কিন্তু কোথাও চিকিৎসা মেলেনি। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই ঢলে পড়েন তিনি।
শুধু তিনিই নন, জেলার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়ার আরো ১৬ জন জুলাই বিপ্লবে মর্মান্তিভাবে নিহত হন। ৫ আগস্ট ঢাকার মিছিল থেকে আর ফেরা হয়নি তাঁদের। মানবেতর জীবন যাপন করছে নিহতদের স্বজনরা ।ভক্সপপ : ৪,৫,৬ নিহতদের স্বজনরা।
ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে সহায়তা দেয়া হয়েছে। কাউকে দেয়া হয়েছে জায়গা আবার বসতঘরসহ আর্থিক সহায়তা।
জুলাই বিপ্লবে জেলার বিভিন্ন উপজেলায় ১৭ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছেন।