নীলফামারীতে সূর্যমুখীর বীজ বিক্রিতে ভোগান্তিতে পড়েছে কৃষক

- আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নীলফামারীতে সূর্যমুখীর বাম্পার ফলন হলেও, বীজ বিক্রিতে ভোগান্তিতে পড়েছে কৃষক। অবিক্রিত অবস্থায় তাদের গোলায় পড়ে আছে স্বপ্নের সূর্যমুখী বীজ। যা থেকে উৎপাদন হবে ভোজ্যতেল। সরকারি সহযোগিতায় জেলায় ২ হাজার বিঘা জমিতে সূর্যমুখী চাষ হলেও এখন বীজ বাজারজাতকরণে নীরব কৃষি বিভাগ।
অবিক্রিত অবস্থায় ঘরে সূর্যমুখী বীজ আটকে থাকায় হতাশ হয়ে পড়ে নীলফামারীর কৃষক। পরে, দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে বিক্রির উদ্যোগ নিয়েছে বলে জানায়, কৃষি সম্প্রসারণ বিভাগ।
দাম কম হওয়ায় ক্ষুব্ধ কৃষক। বাজারজাতের ব্যবস্থা নিশ্চিত হলেই এসব নতুন ফসল চাষ করা উচিৎ বলে মনে করেন তারা।
বীজ সংরক্ষণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে বলে জানায় কৃষি বিভাগ। নতুন ফসল চাষে সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা দরকার বলে মনে করে সংশ্লিষ্টরা।
এসএটিভি, নিউজ ডেস্ক।বীজ বিক্রিতে ভোগান্তি: কৃষক অবিক্রিত অবস্থায় গোলায় পড়ে আছে