নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে এক বছর করে কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার রাতে চৌহালী উপজেলার ধুবলিয়া এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। পরে সকালে তাদের প্রত্যককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া গত দুই দিনে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলোও আগুন দিয়ে জাল পুড়িয়ে ফেলা হয়।