নিষেধাজ্ঞা অমান্য করায় শতাধিক দূরপাল্লার বাস আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ায় দূরপাল্লার শতাধিক বাস আটক করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ।
রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর, মিয়ারবাজারসহ বেশ কিছু এলাকায় হাইওয়ে পুলিশের চেক পোস্টে এসব বাস আটক করা হয়। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় কুমিল্লার বিভিন্ন পয়েন্ট থেকে এসব যান আটকে দেয়া হয়। হাইওয়ে থানা ও ফাঁড়িতে আটকে রাখা বাসের মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।























