নির্যাতন নিপীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নির্যাতন-নিপীড়ন করে, কর্মসূচিতে বাধা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন।
রাজধানীর পল্লবীসহ বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে ভয় দেখিয়ে, নৈরাজ্য সৃষ্টি করছে সরকার। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গণতন্ত্রকামী মানুষকে রাজপথে নামার আহবান জানান মির্জা ফখরুল।