নির্যাতনে শেরপুরের শ্রীবরদীতে দশ বছরের শিশু গৃহকর্মী সাদিয়া ফেলির মর্মান্তিক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
নির্যাতনে শেরপুরের শ্রীবরদীতে দশ বছরের শিশু গৃহকর্মী সাদিয়া ফেলির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একবছর আগে সাদিয়াকে গৃহকর্মী হিসেবে নিজ বাসায় নিয়ে যান শ্রীবরদী রাবেয়া আক্তার ঝুমুর। তিনি উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী। এরপর থেকেই তুচ্ছ ঘটনায় নিয়মিত সাদিয়ার উপর নির্যাতন চলতো। পরে গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ ঝুমুরকে আটক করে। আটকের পর সাদিয়ার বাবা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আদালতে সর্পোদ করলে আদালত ঝুমুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।