নির্মাণ শেষে হস্তান্তর করা হলেও তালাবদ্ধ ঝিনাইদহের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো

- আপডেট সময় : ০৩:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নির্মাণ শেষে হস্তান্তর করা হলেও তালাবদ্ধ রয়েছে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো। মুক্তিযোদ্ধারা বলছেন, ভবনগুলো পুরোদমে চালু রাখতে প্রয়োজন নির্বাচিত সংসদ। আর জেলা প্রশাসক বলছেন, ভবনগুলো তদারকিতে ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শৈলকুপা উপজেলায় হল বাজারে নির্মাণ করা হয় ৩ তলা আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। হস্তান্তর করা হয় ২০২০ সালে। কিন্তু এখনও রয়েছে তালাবদ্ধ। বরাদ্দ দেওয়া হয়নি নিচতলার দোকানগুলো।
একই দশা জেলা শহরসহ ৬ উপজেলার কমপ্লেক্সগুলো। দোকান ভাড়া থেকে অর্জিত আয় দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও অফিসের দৈনন্দিন আয় মেটানোর কথা
বন্ধ থাকায় সেখানে যেতে পারেন না উপজেলার মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা বলছেন, নির্বাচিত কমিটি না থাকায় ভবনগুলো ব্যবহার হচ্ছে না। নির্বাচন দিয়ে ভবনগুলো বুঝিয়ে দিলেই বাস্তবায়িত হবে সরকারের মহৎ উদ্দেশ্য।
মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বলছেন, ভবনগুলো তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য মতে, ৬ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরীতে ব্যয় হয়েছে ১২ কোটি ৪১ লাখ টাকা।