নির্মাণাধীন পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নির্মাণাধীন পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় ছোট বোন শেখ রেহানা নিয়ে ২ কিলোমিটার হেঁটে বেড়ান তিনি।
প্রধানমন্ত্রী সেতু এলাকায় পৌঁছান সকাল সাড়ে ৭টার দিকে। তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান। সকাল ৯টা ৫৭ মিনিটে তারা সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন। পদ্মা সেতুতে এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে । ২০২২ সালের জুনে পদ্মা সেতু উদ্বোধন হবে। চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।