নির্বাচন বানচালের শক্তির পক্ষে কাজ করছে জামায়াত : সালাহউদ্দিন আহমদ

- আপডেট সময় : ০৮:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতির ইস্যুটি একটি দল সামনে এনেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন বানচাল হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ইসলামপন্থী দলের লোকদের কৌশলে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।
রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাবের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
ভারতের পূজামণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনা করে রিজভী বলেন, এটি নিম্নরুচির পরিচয়।
এদিকে, রাজধানীতে আরেক অনুষ্ঠানে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, চব্বিশ সালের নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল? জাতি জানতে চায়।
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।