নির্বাচন ছাড়া কোন আন্দোলনেই সরকার পতন হবে না : কৃষিমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নির্বাচন ছাড়া কোনো আন্দোলনেই সরকারের পতন হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আরো বলেন, সারের সংকট না থাকলেও বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়েছে। আগামী বোরো মওসুম পর্যন্ত দেশে সারের মজুদ আছে বলে জানান তিনি। ধান চাষের পাশাপাশি তেল ও জাতীয় ফসল উৎপাদনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ড. আব্দুর রাজ্জাক।