নির্বাচন ঘিরে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয় : কাদের

- আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
নির্বাচন ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে সরকার বিচলিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয়ভাবে কাউকে সমর্থন দেবে না আওয়ামী লীগ। আর যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বলেন,নিজেদের নিয়েই ব্যস্ত যুক্তরাষ্ট্র, বাংলাদেশের দিকে মনোযোগ দেয়ার মতো অতো সময় তাদের কোথায়?
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, সারা বিশ্ব চ্যালেঞ্জের মুখে, আমেরিকারও নানান চিন্তা আছে। বৈশ্বিক অর্থনীনৈতিক মন্দার রেশ বাংলাদেশেও রয়েছে জানিয়ে, তিনি বলেন রেমিটেন্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। তারপরও কৃষি খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ। অস্থিরতার মধ্যেও জনগণের মধ্যে হাহাকার নেই। উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগ কাউকে সমর্থন করবে না জানিয়ে, ওবায়দুল কাদের বলেন, শিগগিরই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।