নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে প্রহসন করা হচ্ছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে প্রহসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজাধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় গণতান্ত্রীক পার্টি জাগপা থেকে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। এ অনুষ্ঠানে রিজভী আরো বলেন, রাষ্ট্রপতির নিয়োগ দেয়া কোন নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের নজির স্থাপন করতে পারেনি। এই নির্বাচন কমিশনগুলো প্রার্থী ছাড়া নির্বাচন আর নিশি রাতের ভোট করে গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক স্থাপন করেছেন। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগনের কোন আস্থা নেই দাবি করেন তিনি। রেব-পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এছাড়া এই সরকারের কোন অর্জন নেই।
																			
																		













