নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
জিএম কাদের আরো বলেন, যারাই যখন রাষ্ট্রক্ষমতায় ছিলো, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দেশে বর্তমানে বিরাজনীতিকীকরণের যে ধারা চলছে তাতে বিরোধী দলগুলো টিকতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিবিমুখ হওয়ায় গণতন্ত্র বিলুপ্ত হবে। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগের প্রায় নব্বই ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকার ব্যবস্থাকে কোনভাবেই গণতান্ত্রিক বলা যায় না বলেও মন্তব্য করেন জিএম কাদের।























