রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় : আনিছুর রহমান
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
 - / ১৮২০ বার পড়া হয়েছে
 
রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন ইসি মো. আনিছুর রহমান।
নির্বাচনে অংশগ্রহণে দেশের ৪৪টি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আরো বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই কমিশনের মনে হচ্ছে না।
																			
																		














